Jammu Airforce Base Blast: অস্ত্রের বদলে এবার ড্রোনে বোমা পাঠিয়েছে পাকিস্তান, আমাদেরও পাল্টা ব্যবস্থা নিতে হবে, মন্তব্য জেনারেল শঙ্কর রায়চৌধুরীর

Continues below advertisement

জম্মু এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণে জঙ্গি-যোগ। জম্মু-কাশ্মীরের ডিজিপিকে উদ্ধৃত করে খবর পিটিআইয়ের। জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

৫ মিনিটের ব্যবধানে জম্মু এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণঘটে। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় জোড়া বিস্ফোরণে জখম ২ জন। রাত ১.২৭ ও ১.৩২ মিনিটে পরপর দু’টি বিস্ফোরণ হয়। ক্ষতিগ্রস্ত এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ি। দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে খোলা জায়গায়। টার্গেট ছিল বায়ুসেনার বিমান, এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিং। দুটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়, সূত্রকে উদ্ধৃত করে খবর এএনআই-এর। কোনও যুদ্ধ বিমানের ক্ষতি হয়নি, বিমানবাহিনী সূত্রে খবর। সহকারী বায়ুসেনা প্রধানের সঙ্গে ফোনে কথা প্রতিরক্ষামন্ত্রীর। ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল স্কোয়াড, এনআইএ, ফরেন্সিক টিম। ঘটনাস্থলে বায়ুসেনার উচ্চপর্যায়ের তদন্তকারী দল।

এই প্রসঙ্গে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলেন, "আগেও সীমান্তবর্তী এলাকায় ড্রোনের মাধ্যমে জঙ্গিদের অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তান। এবার অস্ত্রের জায়গায় বোমা পাঠিয়েছে। আমাদেরও এই রকম একটা অ্যাকশন করা দরকার। সীমান্তের ওপারে ভারতীয় সেনা গেলে আন্তর্জাতিক শান্তি নষ্টের সম্ভাবনা রয়েছে। কিন্তু আন্তর্জাতিক শান্তি বহুদিন ধরেই নষ্ট হয়ে রয়েছে।"

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram