Cloudburst in Amarnath: কিস্তওয়ারের পর অমরনাথেও মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত বিএসএফ, সিআরপিএফ, জম্মু পুলিশের ক্যাম্প
জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারের পর এবার অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টি। বিএসএফ, সিআরপিএফ, জম্মু পুলিশের ক্যাম্প ক্ষতিগ্রস্ত। কিস্তওয়ারে অন্তত সাতজনের মৃত্যু। অন্যদিকে, লাহুল স্পিতিতেও মেঘ ভাঙা বৃষ্টিতে ৯ জনের মৃত্যু। বন্ধ চন্ডীগড়-মানালি হাইওয়ে।
এদিকে, প্রায় এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড গেল হিঙ্গলগঞ্জ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ হিঙ্গলগঞ্জের সাহাপুরের উপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এক মিনিটের ঝড়ে বহু গাছ, বিদ্যুতের খুঁটি, টাওয়ার উপড়ে পড়ে। জেলা প্রশাসন সূত্রে খবর, ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত। তাঁদের ত্রাণ দেওয়ার পাশাপাশি রাস্তা থেকে বিদ্যুতের খুঁটি, ভেঙে পড়া গাছ সরানোর কাজ শুরু হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে আরও ঘনিভূত নিম্নচাপ। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ দুই ২৪ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। সকাল থেকেই সেই বৃষ্টি শুরু হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রবল বর্ষণ হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরেও। জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া, বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।