Himachal Pradesh: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড, হড়পা বানে আটকে গ্রামবাসীরা
Continues below advertisement
প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড। দেরাদুনের সারখেত গ্রামে হড়পা বান। আটকে পড়েন গ্রামবাসীরা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। দেরাদুনে তামাসা নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন টপকেশ্বর মহাদেবের মন্দির। হিমাচল প্রদেশেও প্রবল বৃষ্টি হচ্ছে। কাংড়ায় জলের তোড়ে ভেঙে পড়ে চাক্কি রেলসেতু। এর পাশাপাশি, মান্ডি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ। বৃষ্টির জেরে কুলু জেলায় সমস্ত স্কুল বন্ধ। পাশাপাশি, জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণে কাটরা শহরে বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে হড়পা বান। ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
Flood Himachal Pradesh Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News