Income Tax Raid: দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা, সংবাদমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগে নিন্দায় মুখর মমতা

Continues below advertisement

কর ফাঁকির অভিযোগে ভোপালে হিন্দি দৈনিক সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে হানা দিলেন আয়কর দফতরের অফিসাররা। আজ সকাল থেকেই  দৈনিক ভাস্করের একাধিক অফিসে আয়কর দফতরের অভিযান চলে। সংবাদপত্রের মালিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়। 

ট্যুইট করে দৈনিক ভাস্করের অফিসে আয়কর দফতরের অফিসে হানার ঘটনায় নিন্দা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, "এটা সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের উপর আক্রমণ। গণতন্ত্রের কণ্ঠরোধ করার আরও একটি নিষ্ঠুর উপায়। অতিমারীর সময় দেশ যে সঙ্কটের ভিতর দিয়ে গেছে, দৈনিক ভাস্কর খুব সাহসীভাবে তার মোকাবিলা করেছে। সত্যকে যারা সামনে নিয়ে আসছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের কণ্ঠোরোধ করার এই চেষ্টার আমি নিন্দা করি। এটা গণতন্ত্রের মূল নীতিরই বিরোধী। সংবাদমাধ্যমে সবার কাছে শক্ত থাকার জন্য আহ্বান জানাই। আমরা সবাই মিলে কখনই একনায়কতন্ত্রকে সফল হতে দেব না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram