India Corona: দেশে একদিনে মৃতের সংখ্যা বাড়ল, সংক্রমিত ৫০ হাজার ৪০
করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পার। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারে পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ১,২৫৮। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। এরই মধ্য়ে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ২৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৭ হাজার ৯৪৪।
অন্যদিকে, জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণ। জখম ২ জন। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় ২ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাত ২টো নাগাদ পরপর ২টি বিস্ফোরণ হয়, পিটিআই সূত্রে খবর। বিস্ফোরণে জঙ্গি যোগ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে বম্ব ডিজপোজাল স্কোয়াড, ফরেন্সিক টিম।
এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা তথা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল বলেন, "জম্মু এবং কাশ্মীরে পাকিস্তানের দ্বারা অশান্তি ছড়ানোর চেষ্টা কোনওদিন থামবে না যতক্ষণ পাকিস্তানকে ধ্বংস না করা হচ্ছে। বোমা বিস্ফোরণের বেশ কিছু ঘটনায় আমরা পাকিস্তানের থেকে কিছু বক্তব্য আশা করেছিলাম। প্রাইমারি তদন্ত চলছে। সুরক্ষার ব্যবস্থা আরও ভাল করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"