India Corona Update: কমছে না উদ্বেগ, দেশে দৈনিক মৃত্যু ফের ২ হাজার পার

Continues below advertisement

উদ্বেগ বাড়িয়ে দেশে করোনায় (COVID 19) দৈনিক মৃত্যু ফের ২ হাজার পার। সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯০৬। ১১৮ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৭৮৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৭ হাজার ২৮২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৭৭৮। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৬৩ হাজার ৭২০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৯ হাজার ৭।

এদিকে, দেশে করোনার (Corona) তৃতীয় ঢেউ (Third Wave) অনিবার্য। এই বার্তা দিয়ে কেন্দ্র ও সমস্ত রাজ্যকে সতর্ক করল আইএমএ (IMA)। এই পরিস্থিতিতে কোভিড বিধি যথাযথভাবে মেনে চলার ব্যাপারে জোর দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে চিকিৎসক সংগঠনের তরফে। প্রেস বিবৃতিতে আইএমএ জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় মানুষ করোনা বিধি (COVID-19 Rules) না মেনেই জমায়েত করছেন। ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা, ধর্মীয় সমাবেশ, সবেরই প্রয়োজন। কিন্তু এসবের জন্য আর কয়েকমাস অপেক্ষা করাই যায়। ভ্যাকসিন না নিয়ে কোভিড বিধি ভেঙে জমায়েত করলে কোভিডের তৃতীয় ঢেউয়ের সুপার স্প্রেডার (Super Spreader) হওয়ার সম্ভাবনা বেশি হবে, এমনটাই সতর্কবার্তা জারি করে জানিয়েছে আইএমএ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram