India Covid: ঢিমেতালে এগোচ্ছে ভ্যাকসিনেশন, তৃতীয় ঢেউয়ের আগে বাড়ছে উদ্বেগ

Continues below advertisement

গত বছরের ৩০ জানুয়ারি। ভারতে প্রথম তাঁর শরীরের প্রথম করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। কেরলের ত্রিশূরার বাসিন্দা সেই তরুণী ফের করোনা আক্রান্ত। বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগের। আর ভারত যখন একটা ভয়ঙ্কর ঢেউয়ের মুখে দাঁড়িয়ে তখন সবার একটাই প্রশ্ন ভ্যাকসিনেশন দ্রুত গতিতে এগোচ্ছে কোথায়? দুর্গাপুরের বাসিন্দা প্রভাত মুখোপাধ্যায়। তাঁর দাবি, প্রথম ডোজ পাওয়ার পর ১০০ দিন পেরিয়ে গেলেও এখনও দ্বিতীয় ডোজ পাননি। পরিসংখ্যান বলছে, ভারতে ১৮ ঊর্ধ্ব মানুষের সংখ্যা প্রায় ৯৪ কোটি। অর্থাৎ দু'টি করে ডোজ নিতে লাগবে ১৮৮ কোটি ভ্যাকসিন। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত সরকারি কোউইন অ্যাপের তথ্য অনুযায়ী দেশে ভ্যকসিনের দু'টি ডোজ পেয়েছেন মাত্র ৭ কোটি ৪৭ লক্ষ মানুষ। অর্থাৎ ৮ শতাংশের সামান্য বেশি। কেন্দ্র সরকার দাবি করেছে, ডিসেম্বরের মধ্যে ভারতে সব প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দেওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram