Corona 3rd Wave: করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আসন্ন, সতর্কবার্তা IMA-র

Continues below advertisement

পর্যটনকেন্দ্রগুলি হোটেল ফুল। তুঙ্গে ট্রেনের টিকিটের চাহিদা। এই ছবি দেখে কে বলবে ক'দিন আগে দেশজুড়ে বেডের জন্য হাহাকার চলছিল? পরিস্থিতি একটু বদলাতেই ঘুরতে বেরিয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। করোনার গ্রাফ থেকে স্পষ্ট সংক্রমণ যখন বাড়তে শুরু করে তখন একদম শীর্ষে পৌঁছনো না পর্যন্ত তা আর কমে না। উদ্বেগের বিষয় হল এখন আবারও সংক্রমণ উর্ধ্বমুখী হতে শুরু করেছে। এই অবস্থায় ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল আইএমএ (IMA)। প্রেস বিবৃতিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে বিশ্বে অতিমারীর ইতিহাস ও প্রাপ্ত তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আসন্ন। খুব দুঃখের সঙ্গে আমাদের এটা জানাতে হচ্ছে যে দেশের বহু অংশে সরকার এবং সাধারণ জনগণ খুব বেশি ঢিলেমি দিয়ে দিয়েছে। কোভিড বিধি না মেনেই তারা জমায়েত করছে। আইআইটি (IIT) কানপুরের গবেষণাতেও জানানো হয়েছে, অক্টোবর ও নভেম্বরের মধ্য়ে ভারতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউ (Third Wave Of Corona)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সমীক্ষার রিপোর্ট অনুযায়ী অগাস্টের মাঝামাঝি সময়েই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে সেপ্টেম্বরে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram