India Covid Update: টানা চতুর্থ দিন দেশে দৈনিক আক্রান্ত ৫০ হাজারের নিচে, মৃত ১০০৫

Continues below advertisement

দেশে টানা চতুর্থ দিন দৈনিক করোনা আক্রান্তর (Covid Cases in India) সংখ্যা ৫০ হাজারের কম রয়েছে। সংক্রমণ কমলেও সংকট এখনও পুরোপুরি কাটেনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৮,৭৮৬। বাড়ল ২৪ ঘণ্টায় করোনায় মৃতের (Covid Death) সংখ্যাও। একদিনে করোনায় মৃতের সংখ্যা ফের হাজারের গণ্ডি ছাড়াল। একদিনে মৃতের সংখ্যা ১০০৫। এর আগে সোমবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬,১৪৮। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩৭,৫৬৬। বুধবার এই সংখ্যা ছিল ৪৫, ৯৫১। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬১,৫৮৮। অর্থাৎ গতকাল ১৩,৮০৭ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমেছে। গতকালের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।

দেশে করোনা আক্রান্তর মোট সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪। মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮। মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯। দেশে এই নিয়ে টানা ৪৯ দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram