Bus Service Resume: আজ থেকে গড়াল বাসের চাকা, ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাস্তায় কেবল হাতে গোনা সরকারি বাস
আজ থেকে ফের রাস্তায় সরকারি এবং বেসরকারি বাস (Bus)। নিয়ম মোতাবেক, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস। তবে আজ সকালে সিঁথির মোড় (Sinthir More) চত্ত্বরে সরকারি বাসের দেখা মিললেও বেসরকারি বাসের দেখা মিলছে না বললেই চলে। সরকারি বাসের ক্ষেত্রে যাত্রীসংখ্যা ৫০ শতাংশের মধ্যে রাখার জন্য দরজা বন্ধ করে দিতেও দেখা যাচ্ছে। অটো স্ট্যান্ডে (Auto Stand) দেখা মিলেছে অটোর। শুরু হয়েছে অটো চলাচল। পিছনের সিটে দুজন এবং সামনে একজন প্যাসেঞ্জারকে নিয়ে অটো যাতায়াত শুরু হয়েছে। কিন্তু বাস না থাকায় স্বাভাবিকভাবেই অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। একজন জানাচ্ছেন, যেখানে একটি বাসে তিনি তাঁর গন্তব্যে পৌঁছে যেতে পারেন সেখানে এই পরিস্থিতিতে তাঁকে তিনটি অটো বদলে গন্তব্যে যেতে হচ্ছে। রাস্তায় এখনও যে খুব ভিড়, তা নয়। তবে বেসরকারি বাসের অমিল এবং হাতে গোনা সরকারি বাসের (State Owned Buses) জেরে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন মানুষ।