India Covid Update: ফের ৫০ হাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা

Continues below advertisement

India Corona Updates : দেশে করোনায় (Covid 19) দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৫০ হাজারের নীচে নামল। সামান্য কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৮৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩। অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লক্ষ ৯৩ হাজার ৮৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৬৪ হাজার ৮১৮।

বিজেপি (BJP) রাজ্য ভাগের পক্ষে নয়। যেখানে দরকার সেখানে ছোট রাজ্য হয়েছে। সময় এলে ভাবা যাবে। আলাদা রাজ্য নিয়ে বিজেপি সাংসদ-বিধায়কের দাবি প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। দিলীপ ঘোষ বলেন, ‘মানুষ যদি আলাদা রাজ্য চায় তা আলোচনাসাপেক্ষ। সময় আসলে সেই ব্যবস্থা নেওয়া হবে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram