International Yoga Day 2021: ‘করোনার সঙ্গে লড়াইয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে যোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

Continues below advertisement

আজ সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আজ বিশ্ব যোগ দিবসে ভাষণে বলেন, “করোনা (Corona) সত্ত্বেও যোগ দিবসে উত্‍সাহের খামতি নেই। এবারের থিম সুস্থতার জন্য যোগাসন। করোনা আবহে আশার আলো যোগ, প্রার্থনা করি গোটা বিশ্ব সুস্থ হোক। অদৃশ্য ভাইরাস করোনা মোকাবিলায় প্রথমে কেউ প্রস্তুত ছিল না। এই কঠিন সময়ে যোগ আত্মবিশ্বাস বাড়িয়েছে। রোগ নিরাময়ে সহায়ক যোগ। যোগ আমাদের সংযমী হতে শিখিয়েছে। সুস্বাস্থ্যই সব থেকে বড় ভাগ্য। সুস্বাস্থ্যই আমাদের সাফল্যের কারণ। যোগাভ্যাসেই মিলতে পারে সুস্থ জীবন।“ পাশাপাশি তিনি বলেন, “স্কুলে স্কুলে যোগ শেখানো হচ্ছে। হাসপাতালেও যোগাসন করানো হচ্ছে।“ একইসঙ্গে মোদির (Prime Minister) মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি। তিনি যোগ করেন, “বিশ্বজুড়ে আরও যোগের প্রচার করা উচিত। তেমনটা হলে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথের (One World One Health) দিকে এগিয়ে যাব সবাই। দুঃখকে বিয়োগ করার পথই হল যোগ, যোগের কাছে সব সমস্যার সমাধান আছে।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram