Morning Headlines: উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি জন বার্লার, তুঙ্গে রাজনৈতিক তরজা

Continues below advertisement

উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চেয়ে বিতর্কিত মন্তব্যের জের। দিনহাটা থানায় বিজেপি (BJP) সাংসদ জন বার্লার বিরুদ্ধে এফআইআর তৃণমূলের (TMC)। উত্তরবঙ্গে শান্তি বিঘ্নিত করার অভিযোগ। বিধানসভা ভোটে ব্যাপক সাফল্যের পরও আলিপুরদুয়ারে (Alipurduar) বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিচ্ছেন খোদ জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। যোগ দিতে পারেন জেলা বিজেপির আরও ৬ পদাধিকারী, তুঙ্গে তরজা। পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে বিধায়কদের মত দেওয়ার দিনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন রাজ্য বিজেপির। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান। অখণ্ড বাংলা ভাগ, এতো বঙ্গভঙ্গ দিবস, পাল্টা তৃণমূল। ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। বৃহত্তর বেঞ্চে আবেদন রাজ্যের, আজ শুনানির সম্ভাবনা। ছাড়ব না, দরকারে যাব সুপ্রিম কোর্টে, হুঙ্কার শুভেন্দুর (Suvendu Adhikari)। আইএসএফের সঙ্গে জোট নিয়ে সূর্যকান্তদের পাশে ইয়েচুরি। পার্টি লাইনে বিরোধী জোট হয়নি, সিপিএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠকে স্পষ্ট করলেন ইয়েচুরি। কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতে চাইছে না সিপিএম। একের দেহ অন্যের হাতে, জ্ঞানেশ্বরী প্রতারণায় রহস্য ঘনীভূত। দুর্ঘটনায় নিখোঁজ রেল কন্ট্রাকটার স্বামীর দেহ পাননি, অভিযোগ সালকিয়ার যুথিকা আটার। কার দেহ দেখিয়ে ক্ষতিপূরণ-চাকরি পেল চৌধুরী পরিবার? ডিএনএ পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন তুললেন যুথিকা আটা। স্বামীর দেহ না মেলায় মেলেনি ডেথ সার্টিফিকেট, পাননি চাকরিও, অভিযোগ। অমৃতাভ চৌধুরীকে টানা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। এবার সবরমতীর জলেও করোনা ভাইরাস। আমেদাবাদের দুটি হ্রদেই মিলল অস্তিত্ব, উদ্বেগজনক তথ্য আইআইটি গাঁধীনগর, জেএনইউ-র স্কুল অফ এনভায়রনমেন্ট সায়েন্সের গবেষণায়। রাজ্যে কমল দৈনিক করোনা (Corona) সংক্রমণ ও মৃত্যু। ৮১ দিন পর ভারতে দৈনিক আক্রান্ত ৬০ হাজারের নিচে। ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম সোমবার থেকে শুরু হচ্ছে না রাজ্যে, জোগান কম থাকায় সিদ্ধান্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram