Jammu Blast Update: কাদের মদতে ড্রোন ওড়াল জঙ্গিরা? উত্তরের খোঁজে এনএসজি-ও
জম্মুতে জোড়া বিস্ফোরণে (Jammu Blast ) রহস্য ঘনীভূত। খোঁজ মিলছে না বিস্ফোরণ ঘটানো ড্রোনের। কারা আশপাশের এলাকা থেকে ড্রোন (Drone)ওড়াতে জঙ্গিদের সাহায্য করেছিল? তদন্তে এনআইএ (NIA)-র পর এবার এনএসজি।
শনিবার রাতে ৫ মিনিটের ব্যবধানে জম্মু এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণ ঘটে। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় জোড়া বিস্ফোরণে জখম ২ জন। শনিবার রাত ১.২৭ ও ১.৩২ মিনিটে পরপর দু’টি বিস্ফোরণ হয়। ক্ষতিগ্রস্ত এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ি। দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে খোলা জায়গায়। টার্গেট ছিল বায়ুসেনার বিমান, এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিং। দুটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়, সূত্রকে উদ্ধৃত করে খবর এএনআই-এর।
জম্মু কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় জঙ্গি হামলায় মৃত্যু হল তিনজনের। স্পেশাল পুলিশ অফিসার ফৈয়াজ আহমেদের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেয় ফৈয়াজ, তাঁর স্ত্রী ও মেয়েকে। তিনজনেরই মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই ঘিরে ফেলা হয় গোটা এলাকা। শুরু হয় তল্লাশি অভিযান। জম্মু কাশ্মীরের লেফটেন্যন্ট জেনারেলের তরফে হামলার নিন্দা করা হয়েছে। ওই স্পেশাল অফিসারের ছেলে রাষ্ট্রীয় রাইফেলসের জঙ্গি দমন বাহিনীর সঙ্গে যুক্ত এবং দক্ষিণ কাশ্মীরে কর্মরত। জঙ্গিদের মূল নিশানায় তিনি ছিলেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে।