Jammu Drone Panic: জম্মুর সেনাঘাঁটির আকাশে ফের চক্কর কাটল ড্রোন, এলাকায় আতঙ্ক
জম্মুর কালুচকে এবার ড্রোন আতঙ্ক ( Two drones spotted at Kaluchak military camp )। পুলিশ সূত্রে খবর, কালুচকের সেনাঘাঁটির কাছে গতকাল রাতে একটি ড্রোন দেখা যায়। ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনাতেও ব্যবহার করা হয়েছে ড্রোন। যদিও পুলিশ সূত্রে খবর, বায়ুসেনা ঘাঁটিতে ব্যবহার করা ড্রোনের কোনও যন্ত্রাংশ ঘটনাস্থলে মেলেনি।
এদিকে জম্মুতে জোড়া বিস্ফোরণে রহস্য ঘনীভূত ( high alert )। খোঁজ মিলছে না বিস্ফোরণ ঘটানো ড্রোনের। কারা আশপাশের এলাকা থেকে ড্রোন ওড়াতে জঙ্গিদের সাহায্য করেছিল? তদন্তে এনআইএ-র পর এবার এনএসজি। কারা আশপাশের এলাকা থেকে ড্রোন ওড়াতে জঙ্গিদের সাহায্য করেছিল? তদন্তে এনআইএ-র পর এবার এনএসজি।
প্রসঙ্গত, শনিবার গভীর রাতে ৫ মিনিটের ব্যবধানে জম্মু এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণ ঘটে। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় জোড়া বিস্ফোরণে জখম হন ২ জন। শনিবার রাত ১.২৭ ও ১.৩২ মিনিটে পরপর দু’টি বিস্ফোরণ হয়। ক্ষতিগ্রস্ত হয় এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ি। দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে খোলা জায়গায়। টার্গেট ছিল বায়ুসেনার বিমান, এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিং। দুটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়, সূত্রকে উদ্ধৃত করে খবর এএনআই-এর।
অন্যদিকে জম্মু কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় জঙ্গি হামলায় মৃত্যু হল তিনজনের। স্পেশাল পুলিশ অফিসার ফৈয়াজ আহমেদের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেয় ফৈয়াজ, তাঁর স্ত্রী ও মেয়েকে। তিনজনেরই মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই ঘিরে ফেলা হয় গোটা এলাকা। শুরু হয় তল্লাশি অভিযান। জম্মু কাশ্মীরের লেফটেন্যন্ট জেনারেলের তরফে হামলার নিন্দা করা হয়েছে। ওই স্পেশাল অফিসারের ছেলে রাষ্ট্রীয় রাইফেলসের জঙ্গি দমন বাহিনীর সঙ্গে যুক্ত এবং দক্ষিণ কাশ্মীরে কর্মরত। জঙ্গিদের মূল নিশানায় তিনি ছিলেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে।