Jammu Drone Update: চিনের দেওয়া ড্রোনেই বায়ুসেনার স্টেশনে হামলা, জম্মু ড্রোন-হামলায় চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

জম্মুতে বায়ুসেনার স্টেশনে ড্রোন হামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য। হামলা চালানো হয় চিনে তৈরি ড্রোন দিয়ে। পাকিস্তানকে ড্রোন সরবরাহ করেছে চিন। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনকে ড্রোন দিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ২০২০ সালে কাবুলেও একই ধাঁচে হামলা চালায় তালিবান জঙ্গিরা। সেই ড্রোন থেকে ছোড়া হয়েছিল গ্রেনেড। সেনা বাহিনীর তরফেও করা হচ্ছে গোটা ঘটনার তদন্ত। 

কালুচকের পর সুঞ্জুয়ানে সেনা ঘাঁটির ওপরে দেখা মিলল ড্রোনের। সেনা সূত্রে খবর, গতকাল তিন-তিনবার সুঞ্জুয়ান সেনা ঘাঁটির ওপর ড্রোন উড়তে দেখা যায়। প্রথমবার রাত ১টা ৮ মিনিটে, এরপর রাত ৩টে ৯ এবং শেষবার ভোর ৪টে ১৯ মিনিটে সন্দেহজনক ড্রোনকে চক্কর কাটতে দেখা যায়। মাথায় ছিল সাদা আলো। গতকাল কালুচক সেনা ঘাঁটির ওপরেও ড্রোন উড়তে দেখা যায়। অন্যদিকে, জম্মুর এয়ারফোর্স স্টেশনে ড্রোন-হামলার ঘটনার তদন্তভার নিল এনআইএ। জঙ্গি নাশকতা মোকাবিলায় এয়ারফোর্স স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে এনএসজি। প্রসঙ্গত, গত একবছরে সীমান্তে সেনার নজরদারি বেড়েছে। সূত্রের খবর, জঙ্গিদের সাহায্য করতে সীমান্তের ওপার থেকে ড্রোন উড়ে আসার সংখ্যাও বেড়েছে গত একবছরে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram