Jodhpur Clash: রাজস্থানের যোধপুরে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৫০-এর বেশি গ্রেফতার ।Bangla News
Continues below advertisement
কংগ্রেস শাসিত রাজস্থানের যোধপুরে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৫০-এর বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করার কাজ চলছে। সোমবার যোধপুরের জালোরি গেটের সামনে পতাকা তোলাকে কেন্দ্র করে প্রথমে বচসা বাধে। তারপর দু’দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কয়েক ঘণ্টার মধ্যে যোধপুরের অন্তত চারটি জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে। যোধপুরের ১০টি থানা এলাকায় কার্ফু জারি করা হয়েছে। বেশকিছু জায়গায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই ঘটনার নেপথ্যে যারা দোষী বা যাদের গাফিলতি প্রমাণ হবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গহলৌত সরকার। অন্যদিকে যখন হিংসা ছড়াচ্ছিল, তখনই কেন শক্ত হাতে মোকাবিলা করা হল না, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Rajasthan Curfew Jodhpur ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Clash In Jodhpur Jodhpur Violence Jodhpur Clash Jodhpur Communal Clash Jodhpur New Internet Suspended In Jodhpur Internet Off In Jodhpur Internet Service In Jodhpur Jodhpur News Clashes In Jodhpur Jodhpur Latest News Jalori Gate Jodhpur Violence In Jodhpur Jodhpur Riots Jodhpur Violence Clashes Jodhpur Voilence Jodhpur News Today Jodhpur Live Jodhpur Violence Latest Jodhpur Clash