Jodhpur Clash: রাজস্থানের যোধপুরে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৫০-এর বেশি গ্রেফতার ।Bangla News

Continues below advertisement

কংগ্রেস শাসিত রাজস্থানের যোধপুরে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৫০-এর বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করার কাজ চলছে। সোমবার যোধপুরের জালোরি গেটের সামনে পতাকা তোলাকে কেন্দ্র করে প্রথমে বচসা বাধে। তারপর দু’দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কয়েক ঘণ্টার মধ্যে যোধপুরের অন্তত চারটি জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে। যোধপুরের ১০টি থানা এলাকায় কার্ফু জারি করা হয়েছে। বেশকিছু জায়গায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই ঘটনার নেপথ্যে যারা দোষী বা যাদের গাফিলতি প্রমাণ হবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গহলৌত সরকার। অন্যদিকে যখন হিংসা ছড়াচ্ছিল, তখনই কেন শক্ত হাতে মোকাবিলা করা হল না, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram