Kerala Internet: এলাকায় নেই ইন্টারনেট, ৬ কিমি দূরে গিয়ে অনলাইন ক্লাস কেরলের ইদুক্কির পড়ুয়াদের

Continues below advertisement

অনলাইন পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেটের সংযোগ সমস্যা। এর জন্য ৬ কিলোমিটার দূরে গিয়ে অনলাইনে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। কেরলের (Kerala) ইদুক্কির দুর্গম পাহাড়ি এলাকা রাজমালায় ইন্টারনেট (Internet) সংযোগ না মেলার অভিযোগ। কেউ ইন্টারনেট সংযোগ পেলেও তার গতি খুব ধীর। সেই কারণে পড়ুয়াদের ৬ কিলোমিটার দূরে গিয়ে, যেখানে ইন্টারনেট সংযোগ ভাল, সেখানে অনলাইনে ক্লাস করতে হয়।  কেউ সেখানে যাচ্ছেন পায়ে হেঁটে, কেউ বা অটো ধরে। কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া (Digital India) পরিকল্পনাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ইদুক্কির এই ছবি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram