Maharashtra Crisis : মহারাষ্ট্রে মহানাটক, শিণ্ডে গোষ্ঠীর বিধায়কদের পরিবারের সুরক্ষায় সিআরপিএফ

Continues below advertisement

মহারাষ্ট্রে মহানাটক, এবার বিদ্রোহীদের বাড়িতে কেন্দ্রীয় সুরক্ষা। শিণ্ডে গোষ্ঠীর বিধায়কদের পরিবারের সুরক্ষায় সিআরপিএফ : সূত্র।

গুয়াহাটির হোটেলে আটকে থাকা বিদ্রোহী বিধায়করা বাড়ি ফিরতে মরিয়া। সূত্রের খবর, মহারাষ্ট্রে ফিরলে ৩-৪ জনের ভোলবদল হতে পারে বলে আশঙ্কা শিণ্ডের। দলবিরোধী আইন থেকে বাঁচতে শিণ্ডে শিবিরের প্রয়োজন ৩৭ জন শিবসেনা বিধায়কের সমর্থন। ফলে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে উদ্ধব শিবির আরও কয়েকজন বিধায়ককে টেনে আনার চেষ্টা চালাচ্ছেন শিণ্ডে। এই পরিস্থিতিতে হোম সিকনেসে ভোগা বিদ্রোহী বিধায়কদের আটকে রাখতে নানারকম কৌশল নেওয়া হচ্ছে। কারও খাবার আসছে সুদূর মহারাষ্ট্র থেকে। কারও পরিবারের সদস্য গুয়াহাটিতে এলে হোটেলের লবিতে দেখা করতে হচ্ছে। গোপনীয়তা বজায় রাখতে শিণ্ডে শিবিরের তরফে সেই অতিথিকে দেওয়া হচ্ছে পাসওয়ার্ড। বিধায়কদের মন ভালো রাখতে হোটেলেই ধুমধাম করে জন্মদিন পালন হচ্ছে নির্দল বিধায়ক নরেন্দ্র ভোন্ডেকরের। চটজলদি নয়, ৫-৭ দিনের রণনীতি তৈরি করে এগোতে চাইছেন শিণ্ডে। আইনি লড়াইয়ের জন্য আইনজীবীদেরও পরামর্শ নিচ্ছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram