Maharashtra Crisis: কাল মুম্বই যাব, অংশ নেব বিধানসভার আস্থা ভোটে, জানিয়ে দিলেন একনাথ শিণ্ডে | Bangla News
Continues below advertisement
মহারাষ্ট্র মহাসঙ্কট, আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুরু শুনানি। ১১ জুলাইয়ের শুনানির আগে কেন আস্থা ভোট? প্রশ্ন সিঙ্ঘভির। ‘কবে ফ্লোর টেস্ট করা যেতে পারে, এনিয়ে কোনও নিয়ম আছে?’ উদ্ধব শিবিরের আইনজীবী সিঙ্ঘভির কাছে প্রশ্ন আদালতের। ‘সাধারণভাবে ২টি ফ্লোর টেস্টের মধ্যে ৬ মাসের ব্যবধান থাকে, বিদ্রোহীদের আবেদন খারিজ করে দিলে পরিস্থিতি বদলে যাবে’, সুপ্রিম কোর্টে জানালেন উদ্ধব শিবিরের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। কাল মুম্বই যাব, অংশ নেব বিধানসভার আস্থা ভোটে, জানিয়ে দিলেন শিণ্ডে।
Continues below advertisement
Tags :
Maharashtra ABP Ananda Shivsena Maharashtra Crisis ABP Live Eknath Shinde উদ্ধব ঠাকরে Political শিবসেনা মহারাষ্ট্র উদ্ধব ঠাকরে Uddhav Thackrey একনাথ শিণ্ডে