Maharashtra Political Crisis : ৪০ জন বিধায়ক সঙ্গে আছেন, দাবি একনাথ শিন্ডের
Continues below advertisement
মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাত থেকে আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে চলে গেলেন শিবসেনা বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। আজ সকালেই দলবল নিয়ে গুয়াহাটি পৌঁছোন একনাথ শিন্ডে। গুয়াহাটি বিমানবন্দরে নেমে শিন্ডে দাবি করেছেন, তাঁর সঙ্গে ৪০ জন বিধায়ক রয়েছেন।
এদিকে, কংগ্রেসের ৬ জন বিধায়কের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে সূত্রের খবর।পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে প্রশ্ন উঠছে, কর্ণাটক, মধ্যপ্রদেশের পর কি এবার মহারাষ্ট্রেও মাঝপথে পড়ে যাবে বিরোধীদের সরকার? সূত্রের খবর, গুজরাতের হোটেলে থাকা বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডের সঙ্গে গতকাল ফোনে কথা বলেন উদ্ধব ঠাকরে। তারপরই গুজরাত থেকে রাতারাতি অসমে নিয়ে যাওয়া হল শিবসেনার বিদ্রোহী বিধায়কদের।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Eknathshinde