Malda Kidnap Case: দুই মেয়ে-সহ গৃহবধূকে অপহরণ করে 'মুক্তিপণ আদায়', পলাতক অভিযুক্ত প্রতিবেশী

Continues below advertisement

জমি-বিবাদের জেরে দুই মেয়েসহ গৃহবধূকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগও উঠেছে। মহারাষ্ট্রের ঠানের বাসিন্দা এক ব্যক্তি মালদার মোথাবাড়ি এলাকায় পৈত্রিক গ্রামে নাবালক পুত্রের নামে জমি কেনেন। গতবছর মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের স্ত্রীর দাবি, সেইসময় গ্রামের এক প্রতিবেশীর কাছ থেকে তিনি সাড়ে ৪ লক্ষ টাকা ধার নেন। অভিযোগ, ওই টাকার বিনিময়ে জমিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই প্রতিবেশী। রাজি না হওয়ায় ১১ মে, আদালতে যাওয়ার পথে ওই গৃহবধূ ও তাঁর দুই মেয়েকে ওই ব্যক্তি অপহরণ করে। ১১ দিন আটকে রাখার পর ৪ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তাঁরা ছাড়া পান বলে দাবি গৃহবধূর। অভিযোগ, কোন এলাকায় ঘটনাটি ঘটেছে তা নিয়ে মোথাবাড়ি ও ইংরেজবাজার থানার মধ্যে চাপানউতোর শুরু হয়। শেষপর্যন্ত আদালতের নির্দেশে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram