Mamata Banerjee: বিজেপি-বিরোধী জোট নিয়ে ভিন্নমত মমতা বন্দ্যোপাধ্যায়-শরদ পাওয়ার | Bangla News
বিজেপিকে আক্রমণ, কিন্তু লড়াইয়ের পথ নিয়ে ভিন্নমত। বিজেপির বিরুদ্ধে লড়াই হবে কংগ্রেসকে সঙ্গে নিয়ে, না কংগ্রেসকে বাদ দিয়ে? NCP প্রধান শরদ পাওয়ার এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর দু’জনের কার্যত ভিন্নসুর এই প্রশ্নই উস্কে দিল রাজনৈতিক মহলে।
বুধবার তৃণমূলনেত্রীর সঙ্গে ঘণ্টাখানেক বৈঠকের পর শরদ পাওয়ার কার্যত বুঝিয়ে দিলেন, তিনি কংগ্রেসকে বিজেপি বিরোধী-জোটের বাইরে রাখছেন না। কিন্তু, পাওয়ারের পাশে দাঁড়িয়েই, বারবার নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শরদ পাওয়ার এখনই জোটের নেতৃত্ব নিয়ে মাথা ঘামাতে না চাইলেও, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেতৃত্ব নিয়ে নিজের আপত্তি কার্যত স্পষ্টই করে দেন।
শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের আগেও, নাম না করে কংগ্রেসকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, পরে শরদ পাওয়ার জানিয়ে দেন, এটা তৃণমূলনেত্রীর ব্যক্তিগত মতামত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শরদ পাওয়ারের বৈঠকে বসার আগে, তাঁর দলের নেতা নবাব মালিকও স্পষ্টই জানিয়ে দেন, কংগ্রেসকে ছাড়া বিরোধী জোট সম্ভব নয়। সব মিলিয়ে জোটের সমীকরণের কাটাছেঁড়াতেই এখন সরগরম মুম্বই থেকে দিল্লি।