Mamata Banerjee: কংগ্রেস শুধু সময় নষ্ট করে বিজেপিকে সুযোগ করে দিয়েছে, আক্রমণ মমতার | Bangla News

Continues below advertisement

প্রথমে গঙ্গাপাড়, তারপর গোয়ায় মাণ্ডবীর ধার, এরপর দিল্লিতে যমুনার পার আর এবার আরব সাগরের পাড়ে মুম্বইয়ের মাটিতে ফের কংগ্রেসকে ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুধু কংগ্রেসই নয়, নাম না করে রাহুল গাঁধীকেও নিশানা করলেন তৃণমূল নেত্রী।

রাহুলকে আক্রমণ করতে গিয়ে প্রায়ই যে প্রসঙ্গ শোনা যায় বিজেপির গলায়, কার্যত তাই শোনা গেল তৃণমূল নেত্রীর গলায়।

দু’দিনের মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করলেন কংগ্রেসের দুই শরিক এনসিপি ও শিবসেনার শীর্ষ নেতৃত্বের সঙ্গে। কিন্তু, গত কয়েকমাস ধরে তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেসকে লাগাতার নিশানা করছেন, তার ব্যতিক্রম হল না মুম্বই সফরেও।

পাল্টা কংগ্রেসের দাবি, নরেন্দ্র মোদির মূল প্রতিপক্ষ কংগ্রেস ও রাহুল গাঁধী। আর তাই মোদিকে খুশি করতেই মমতা ধারাবাহিকভাবে কংগ্রেস আর রাহুলকে আক্রমণ করে চলেছেন।

একদিকে কংগ্রেসের সঙ্গে লাগাতার দূরত্ব বৃদ্ধি, অন্যদিকে রাহুল গাঁধী প্রসঙ্গে নিজের মনোভাব আরও বেশি করে খোলসা করা। নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই অবস্থানের নেপথ্যে কারণটা কী, তা নিয়েই রাজনৈতিক মহলে জোর বিতর্ক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram