Mann Ki Baat: মন কি বাতে 'মাইগভ রোড টু টোকিও কুইজ'-এ সবাইকে অংশগ্রহণের আবেদন প্রধামন্ত্রীর, মিলখা সিংহের স্মৃতিচারণা
আজ মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, "টোকিও অলিম্পিকের জন্য ভারতের খেলোয়াররা কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, আগে কত প্লেয়ার জিতেছেন, টোকিও অলিম্পিক নিয়ে সবরকম প্রশ্নের উত্তর পাওয়া যাবে 'মাইগভ রোড টু টোকিও কুইজ'-এ। সবাইকে আবেদন করব এই কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন।"
অন্যদিকে, জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণ। জখম ২ জন। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় ২ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাত ২টো নাগাদ পরপর ২টি বিস্ফোরণ হয়, পিটিআই সূত্রে খবর। বিস্ফোরণে জঙ্গি যোগ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে বম্ব ডিজপোজাল স্কোয়াড, ফরেন্সিক টিম।
এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা তথা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল বলেন, "জম্মু এবং কাশ্মীরে পাকিস্তানের দ্বারা অশান্তি ছড়ানোর চেষ্টা কোনওদিন থামবে না যতক্ষণ পাকিস্তানকে ধ্বংস না করা হচ্ছে। বোমা বিস্ফোরণের বেশ কিছু ঘটনায় আমরা পাকিস্তানের থেকে কিছু বক্তব্য আশা করেছিলাম। প্রাইমারি তদন্ত চলছে। সুরক্ষার ব্যবস্থা আরও ভাল করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"
এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস বলেন, "বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এই বিস্ফোরণ ঘটনো হয়েছে কিনা সে সম্বন্ধে বলা এখন মুশকিল। এখন লাইন অফ কন্ট্রোলের দিক থেকে মোটামুটি অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। ২০০-র মতো জঙ্গি বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কিছু জঙ্গি তাই লো-ইনটেনসিটি বিস্ফোরণগুলো ঘটাচ্ছে। কিন্তু এতে লাভ হবে না। কারণ সেনাবাহিনীর জওয়ানরা খুঁজে খুঁজে বের করছেন কোথায় কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে। এয়ারপোর্টের কাছে এই বিস্ফোরণ খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হবে। ব্যবস্থাও নেওয়া হবে।"