Petrol and Diesel Prices: ১০০ দোরগোড়ায় জ্বালানি, পেট্রোলের দাম বাড়ল ৩৩ পয়সা/লিটার

Continues below advertisement

কলকাতায় সেঞ্চুরির আরও কাছে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দাম। আজ কলকাতায় লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৫ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৭৫ পয়সা। ক্রমাগত ভ্য়াকসিনের দাম বাড়ায় প্রভাব পড়েছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের। 

জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণ। জখম ২ জন। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় ২ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাত ২টো নাগাদ পরপর ২টি বিস্ফোরণ হয়, পিটিআই সূত্রে খবর। বিস্ফোরণে জঙ্গি যোগ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে বম্ব ডিজপোজাল স্কোয়াড, ফরেন্সিক টিম। 

জম্মুর ত্রিকুটানগরে আইইডি (IED) সহ গ্রেফতার গ্রেফতার জঙ্গী। পাঁচ কেজি আইইডি সহ গ্রেফতার করা হয় এক জঙ্গীকে।  

অন্য়দিকে, বিজেপির দুই সাংসদের তোলা পৃথক রাজ্যের রাজনীতিকে ঘিরে ক্রমেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এবার হুগলির বৈদ্যবাটীতে জন বার্লা ও সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে পথে নামল তৃণমূল (TMC)। প্রতিবাদ মিছিলের পাশাপাশি শ্যাওরাফুলির পুলিশ ফাঁড়িতে দুই সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram