Milkha Singh Demise: মিলখা সিংহের প্রয়াণে শোকবার্তা পি টি ঊষা, অঞ্জু ববি জর্জের

Continues below advertisement

৯১ বছর বয়সে দৌড় থামল মিলখা সিংহের (Milkha Singh)। করোনামুক্তির পরেও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে গত গতকাল রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করে পি টি ঊষা (PT Usha) বলেন, "আমরা একজন বিরাট মাপের ক্রীড়া ব্যাক্তিত্বকে হারালাম। তাঁর কাজ এবং অনবদ্য ব্যাক্তিত্ব দিয়ে তিনি আমাদের মনে জায়গা তৈরি করেছিলেন।" পাশাপাশি ক্রীড়াবিদ অঞ্জু ববি জর্জ (Anju Bobby George) জানান, "ক্রীড়াপ্রেমীদের কাছে এটি খুবই দুঃখজনক খবর। উনি অনেকের কাছে অনুপ্রেরণা ছিলেন।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram