Weather Update: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের, রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা

Continues below advertisement

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও বিহারের (Bihar) ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের (Bangladesh) ওপর ঘূর্ণাবর্ত। জোড়া প্রভাবে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি। কলকাতায় (Kolkata) দু’-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram