Milkha Singh Passes Away: মিলখা সিংহর জীবনাবসান, শোকার্ত বলিউড

মিলখা সিংহের জীবন যুদ্ধের সঙ্গে আজকের প্রজন্মের পরিচয় হয়েছিল ২০১৩ সালে। রাকেশ ওমপ্রকাশ মেহেরার 'ভাগ মিলখা ভাগ' সিনেমার হাত ধরে। রাতেই খবরটা পেয়েছিলেন। সেই থেকে বারবার চোখের সামনে স্মৃতি ফিরে ফিরে আসছে পর্দার মিলখা ফারহান আখতারের। মিলখা সিংহের প্রয়াণে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন অমিতাভ, সচিন থেকে শাহরুখ। অমিতাভ বচ্চন লিখেছেন, "মিলখা সিংহের প্রয়াণে আমি গভীর শোকাহত। তিনি ভারতের গর্ব। তিনি যত বড় অ্যাথলিট, তার চেয়েও বড় মাপের মানুষ। আমার প্রার্থনা রইল।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola