Monsoon in Kerala: কেরলে কি আজই ঢুকছে বর্ষা?

Continues below advertisement

দক্ষিণ-পশ্চিম বায়ু শক্তি সঞ্চয় করায় কেরলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ছে। আজ বৃহস্পতিবার থেকেই বর্ষার মুখ দেখতে পারে কেরল। দক্ষিণের রাজ্য সম্পর্কে এমনই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়ান মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই বর্ষা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে কেরলে। এবার সম্ভবত স্বাভাবিক বর্ষা দেখা যাবে দেশে। তবে শুধু কেরলই নয়, উত্তরপূর্বের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আইএমডি। সংস্থার ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানিয়েছেন, চলতি সপ্তাহে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram