Morning Headlines: গ্রেফতার প্রিয়ঙ্কা গাঁধী, আজ লখিমপুর যাচ্ছেন রাহুল গাঁধী | Bangla News

Continues below advertisement

আটকের পর গ্রেফতার। উত্তরপ্রদেশের লখিমপুরে প্রিয়ঙ্কা গাঁধীকে (Priyanka Gandhi) ঢুকতেই দিল না যোগী সরকারের পুলিশ। আজ যাচ্ছেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। লখনউয়ে ১৪৪ ধারা জারি যোগী সরকারের।

গ্রেফতার প্রিয়ঙ্কা, লখনউ বিমানবন্দরেই কংগ্রেস শাসিত ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রীকে আটকে দিল উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের সঙ্গে তর্কাতর্কি, প্রতিবাদ ভূপেশ বাঘেলের।

উত্তপ্ত লখিমপুর, প্রকাশ্য কৃষকদের গাড়িতে পিষে যাওয়ার ভাইরাল ফুটেজ। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে কথা তৃণমূলের (TMC) প্রতিনিধি দলের। তৃণমূল যেতে পারলে কেন বাধা ? প্রশ্ন কংগ্রেসের।

প্রধানমন্ত্রী লখনউতে এসেও কেন লখিমপুরে গেলেন না, প্রশ্ন তৃণমূলের। বাংলায় বারবার বিজেপিকে (BJP) আটকানো হয়, উত্তরপ্রদেশ পুলিশ ঠিক কাজ করেছে, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। 

কাল দুপুর ২টোয় বিধানসভায় শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), জাকির হোসেন, আমিরুল। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ।

আজ তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। বিজেপি করার জন্য মাথা ন্যাড়া করে আদিগঙ্গায় স্নান, কালীঘাটে যজ্ঞ।  তৃণমূল ছাড়তে কবে গঙ্গায় ডুব? কটাক্ষ দিলীপের। 

পুজোর পর রাজ্যে সরকারি স্কুল খোলার প্রস্তুতি। কালীপুজোর মধ্যে স্কুলগুলির মেরামতির জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের।

এ বছর রেড রোডে হচ্ছে না দুর্গাপুজোর বিসর্জন কার্নিভাল। জলসার আয়োজন করতে পারবে না পুজো কমিটিগুলি, নির্দেশ নবান্নের। টাকিতে বিসর্জনের দিন দর্শক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত।

রাজ্যে করোনায় বাড়ল সংক্রমণ, কমল মৃত্যু। তৃতীয় ঢেউ মোকাবিলায় হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ প্রায় দু কোটি ৩২ লক্ষ টাকা।

এবার হাওড়ার ঘুসুড়ির তিনটি ওয়ার্ডে ঘোলা জলের সমস্যা। বিপাকে স্থানীয়রা। ব্যবস্থা নেয়নি পুরসভা, অভিযোগ স্থানীয়দের। পাইপলাইনে ফাটলে বিপত্তি, জানাল পুরসভা।

বাঁশদ্রোণীতে ফের শ্যুটআউট। সোনালি পার্কের কাছে যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কতীদের। ভর্তি হাসপাতালে। প্রোমোটিং বিবাদে গুলি, দাবি স্থানীয়দের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি।

বিলাসবহুল ক্রুজে মাদক-পার্টি। এবার তদন্তে মুম্বই পুলিশ। গ্রেফতার আরও ৪। এনসিবি হেফাজতে থাকা শাহরুখ পুত্রকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ। 

ভারত-ইংল্যান্ড সংঘাত আরও স্পষ্ট। যুব হকি বিশ্বকাপ থেকে ইংল্যান্ড দুল তুলে নেওয়ায় বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার ভারতীয় হকি দলের। 

২০২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী। নোবেলজয় জাপানের সিউকুরো মানাবে, জার্মানির ক্লস হ্যাসেলম্যান ও ইতালির জিওর্জিও পারিসির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram