Mumbai Central Railway: জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিলেন শিশুর প্রাণ, 'পয়েন্টস ম্যান' ময়ূর শেলকে সংবর্ধিত করল রেল

Continues below advertisement

অদম্য সাহস। ঝুঁকি নিয়ে নিজের জীবন বাজি রেখে ৬ বছরের শিশুর প্রাণ বাঁচিয়েছিলেন তিনি। অদম্য সাহসিকতার জন্য রেলের সেই 'পয়েন্টস ম্যান'-কে ফোন করলেন খোদ কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। বীরত্বের স্বীকৃতিস্বরূপ দেওয়া হল সংবর্ধনা।
মহারাষ্ট্রের ভাঙ্গন স্টেশনে ট্রেন ধরতে প্লাটফর্মে আসেন মা ও ছেলে। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে পড়ে যায় ৬ বছরের শিশু। ঠিক তখনই দুরন্ত গতিতে একটি ট্রেন ঢুকে পড়ে প্লাটফর্মে। দৃষ্টিহীন মা বুঝতে পারেননি কী হতে চলেছে। তখনই ত্রাতা হয়ে এসে ওই শিশুকে উদ্ধার করেন এক রেলকর্মী। তিনি রেলের 'পয়েন্টস ম্যান' ময়ূর শেলকে। জীবন বাজি রাখা এই ব্যক্তির বীরত্বের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram