N V Ramana:'পুলিশ ঠিক করে তদন্ত করলে আদালতে কম আসবে মানুষ', বললেন দেশের প্রধান বিচারপতি।Bangla News
দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলন রয়েছে। এই সম্মেলনে মূলত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোর উন্নয়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে ভাষণ দিলেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রমানা। বক্তব্যে তিনি বলেন, 'পুলিশ ঠিক করে তদন্ত করলে আদালতের দ্বারস্থ কম হবে মানুষ। বহুক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত সরকার কার্যকর করে না। '
প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই বিচারব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এনভি রমনা (CJI NV Ramana)। সরাসরি বর্তমান সরকারের বিরুদ্ধে যদিও বিচারকার্যে নাক গলানোর অভিযোগ করেননি তিনি, কিন্তু তাঁর মতে, গণতান্ত্রিক পরিকাঠামোয় শাসন, আইন এবং বিচার ব্যবস্থার মধ্যে ক্ষমতার পৃথকীকরণ করে দিয়েছে সংবিধানই। তাই দায়িত্ব পালন করতে গিয়ে কোনও পক্ষেরই ‘লক্ষণরেখা’ অতিক্রম করা উচিত নয়।
মোদির সামনেই বিচারব্য়বস্থার স্বাধীনতার পক্ষে সওয়াল