Nagaland: নাগাল্যান্ডে ১১ গ্রামবাসীর মৃত্যু, অসম রাইফেলসের বিরুদ্ধে অভিযোগ | Bangla News

Continues below advertisement

জঙ্গি সন্দেহে নাগাল্যান্ডের গ্রামবাসীদের উপর গুলি চালাল অসম রাইফেলস। অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। পাল্টা হামলায় তাদের এক জওয়ানের এক মৃত্যু হয়েছে বলে অসম রাইফেলস জানিয়েছে। আজ ভোরে ঘটনাটি ঘটেছে মায়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ের টিরু গ্রামে। অসম রাইফেলসের জওয়ানদের উপর পাল্টা হামলা চালানোর অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। উত্তেজিত জনতা জওয়ানদের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের দাবি, কয়লাখনি থেকে কাজ সেরে ফিরছিলেন কয়েকজন গ্রামবাসী। জঙ্গি সন্দেহে অসম রাইফেলসের জওয়ানরা তাঁদের উপর গুলি চালায়। ঘটনার সত্যতা স্বীকার করে রাজ্যবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। ট্যুইটে এটিকে দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। শোকপ্রকাশ করে ট্য়ুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram