PM MODI: 'মেড ইন ইন্ডিয়া শক্তিশালী হচ্ছে, দেশে তৈরি জিনিসপত্র কেনায় জোর দিন', আহ্বান প্রধানমন্ত্রীর| Bangla News

Continues below advertisement

জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গতকাল ২১ অক্টোবর ভারত টিকাকরণের কঠিন লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘অতিমারীর শুরুতে বলা হয়েছিল, ভারতের পক্ষে এই লড়াই কঠিন হবে। বলা হয়েছিল, এত অনুশাসন এখানে কী করে পালিত হবে? সবাইকে নিয়ে নিখরচায় ভ্যাকসিনেশন কর্মসূচি চালু হয়েছিল।টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি। সবাই এই টিকা পেয়েছেন, টিকা গ্রহণ নিয়ে এখানে কোনও সংশয় ছিল না। বর্তমানে মেড ইন ইন্ডিয়া তকমা শক্তিশালী হচ্ছে। ভারতে তৈরি জিনিসপত্র কেনায় জোর দিন। ভোকাল ফর লোকাল স্লোগানকে বাস্তাবায়িত করতে হবে। থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে লড়াই হয়েছে, অনেক বলেছিল, এতে করোনা যাবে? কিন্তু এর ফলে একত্র লড়াইয়ের বার্তা প্রচারিত হয়েছে। মাস্কটিকে আমাদের স্বভাব করে নিতে হবে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram