National Voters' Day: বাড়িতে বসেই মিলবে ভোটার কার্ড, কাল জাতীয় ভোটার দিবস থেকে প্রকল্পের সূচনা | Bangla News

Continues below advertisement

এবার বাড়িতে বসেই মিলবে ভোটার কার্ড। কাল জাতীয় ভোটার দিবস (National Voters' Day) থেকে প্রকল্পের সূচনা। ডাকঘর দফতরের সঙ্গে ভোটার কার্ড নিয়ে কথা কমিশনের (Election Commission of India)। কাল রাজ্যে প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ‘ভোটার কার্ডের সঙ্গেই মিলবে কীভাবে ভোট দিতে হবে, তার তথ্য’, বাড়িতে বসেই ভোটার কার্ড প্রকল্প নিয়ে খবর কমিশন সূত্রে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram