NCRB Report: ঋণের বোঝা, কাজ হারিয়ে ৩ বছরে আত্মঘাতী ২৫ হাজারেরও বেশি! রাজ্যসভায় রিপোর্টে উদ্বেগ|Bangla News
দেনায় দেউলিয়া হয়ে অথবা কাজ হারিয়ে গত তিনবছরে আত্মঘাতী ২৫ হাজারের বেশি। রাজ্যসভায় উদ্বেগজনক তথ্য পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, NCRB-র তথ্য পেশ করে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০১৮ থেকে ২০২০র মধ্যে আত্মঘাতী হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। বেকারত্বের কারণে আত্মঘাতী হয়েছেন ৯ হাজার ১৪০ জন। দেনায় দেউলিয়া হয়ে আত্মহত্যা করেছেন ১৬ হাজারের বেশি। তিন বছরের নিরিখে বেকারত্ব কিংবা ঋণগ্রস্ত হয়ে আত্মঘাতী হওয়ার সংখ্যা ২০২০ সালেই সবথেকে বেশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পাশাপাশি মানসিক সমস্যার চিকিৎসায় ব্যবস্থা নিচ্ছে। এর জন্য ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আওতায় দেশের ৬৯২টি জেলায় মানসিক চিকিত্সার সুবিধা মিলবে। এই প্রকল্পে আত্মঘাতী হওয়ার প্রবণতা রোধ করার পাশাপাশি জীবনমুখী প্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে স্কুল-কলেজগুলিতে। পাশাপাশি, কর্মসংস্থানের জন্যে আরও কিছু প্রকল্প বাস্তবায়িত করছে কেন্দ্র।