Netaji Birth Anniversary 2022: ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে নেতাজির মূর্তি, ট্যুইট প্রধনমন্ত্রীর | Bangla News

Continues below advertisement

দিল্লির (Delhi) ইন্ডিয়া গেটে (India Gate) বসছে নেতাজির (Netaji Subhash Chandra Bose) মূর্তি (Statue)। ‘২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটে তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে। ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়। ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন হবে,’ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সরকারি সূত্রে খবর, ১৯৬৮ সালে ইন্ডিয়া গেট থেকে রাজা পঞ্চম জর্জের (King George V) মূর্তিটি সরিয়ে নেওয়া হয়। এবার সেই জায়গাতেই বসছে ২৮ ফুট উঁচু ও ৬ ফুট দৈর্ঘ্যের নেতাজি মূর্তি। ইন্ডিয়া গেট থেকে অমরজ্যোতি (Amar Jawan Jyoti) সরানো নিয়ে বিতর্কের মধ্যেই এই ট্যুইটে উঠেছে সমালোচনার ঝড়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram