Netaji Statue: 'খারাপ আবহাওয়ার জন্য নিভিয়ে দেওয়া হয়েছিল নেতাজির হলোগ্রাম স্ট্যাচুর আলো', ব্যাখ্যা সংস্কৃতি মন্ত্রকের | Bangla News

Continues below advertisement

"অত্যন্ত খারাপ আবহাওয়ার জন্য নিভিয়ে দেওয়া হয়েছিল নেতাজির (Netaji) হলোগ্রাম স্ট্যাচুর আলো। এর মধ্যে কোনও রাজনীতি নেই, আন্তর্জাতিক নিয়ম মেনেই সিদ্ধান্ত। গতকাল মাঝরাতে আলো নিভিয়ে দেওয়া হয়", বিরোধীদের প্রতিবাদের জবাবে সংস্কৃতি মন্ত্রকের (Ministry of Culture) উচ্চ পর্যায়ের ব্যাখ্যা। খবর সূত্রের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram