New Vaccine: কোভিডের বিরুদ্ধে যুদ্ধে নতুন অস্ত্র, আরও দুই ভ্যাকসিনকে ছাড়পত্র| Bangla News

Continues below advertisement

করোনা-যুদ্ধে নতুন অস্ত্র। আরও দুই টিকাকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, DCGI। যে দুটি টিকা ছাড়পত্র পেয়েছে সেগুলি হল নোভাভ্যাক্স ও সেরাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি কোভোভ্যাক্স এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি করবেভ্যাক্স। বুস্টার ডোজ হিসেবে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে করবেভ্যাক্সের। বড়দের ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে কোভোভ্যাক্স ও করবেভ্যাক্স, এই দুটি টিকা ব্যবহার করা যাবে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram