Amit Shah : ২০২৪ সালের মধ্যেই সব রাজ্যে শাখা খুলবে এনআইএ : অমিত শাহ
Continues below advertisement
‘দেশের সব রাজ্যে শাখা খুলবে এনআইএ, ২০২৪ সালের মধ্যেই সব রাজ্যে শাখা খুলবে এনআইএ’ হরিয়ানায় স্বরাষ্ট্রমন্ত্রীদের ‘চিন্তন শিবিরে’ ঘোষণা অমিত শাহর। ‘সন্ত্রাসের বিরুদ্ধে মোদি সরকারের জিরো টলারেন্স নীতি, সন্ত্রাস-দমনেই এজেন্সি গুলিকে আরও শক্তিশালী করা হচ্ছে’, সূরজকুণ্ডের ‘চিন্তন শিবিরে’ দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । ‘ফের যুক্তরাষ্ট্র কাঠামোয় আঘাত হানছে মোদি সরকার’, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্র হস্তক্ষেপের চেষ্টা করছে, অভিযোগ তৃণমূলের। রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র, অভিযোগ সিপিএমের।
Continues below advertisement
Tags :
Amit Shah Terrorism Bangla News Bangla News Live *Amit Shah ABP Ananda ABP Ananda Bengali News Home Minister Amit Shah