No Dharna At Parliament Complex : 'বিষগুরুর নতুন তোপ, ধর্না মানা হ্যায়', ট্যুইট কংগ্রেস নেতার
Continues below advertisement
অসংসদীয় শব্দের তালিকা প্রকাশের পর এবার সংসদ চত্বরে ধর্না-বিক্ষোভে নিষেধাজ্ঞা। সংসদ চত্বরে ধর্না বা বিক্ষোভ করতে পারবেন না সাংসদরা। করা যাবে না অনশনও। সংসদের সেক্রেটারি জেনারেল এই নির্দেশিকা জারি করেছেন। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সংসদের বাদল অধিবেশনের আগে একগুচ্ছ অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ করেছে লোকসভার সচিবালয়। তা নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নির্দেশিকা ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Strike ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Parliament Complex Rajya Sabha Rule