North India: ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত, রেকর্ড বৃষ্টিপাত দিল্লিতে, কুলগামে পারদ শূন্যের নিচে। Bangla News
Continues below advertisement
মাঘের দ্বিতীয় সপ্তাহে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। এদিকে, শীতে বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দিল্লি। ভেঙে গিয়েছে ১২১ বছরের রেকর্ড। দিল্লিতে ৮৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানচিত্রের আরও একটু উপরের দিকে তো বরফে জমে যাওয়ার অবস্থা। কাশ্মীরের কুলগামে পারদ শূন্যের নিচে, গুলমার্গের তাপমাত্রা দেখাচ্ছে মাইনাস ৭ ডিগ্রি। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে, তার অনেকটা অংশ ৫ ইঞ্চি বরফের তলায়। পিছিয়ে নেই হিমাচলও। পর্যটকপ্রিয় সিমলায় বরফ পড়ছে। ২টি জাতীয় সড়ক ও রাজ্যের ১৪৭টি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিতে হয়েছে। ডালহৌসি ভেঙেছে তুষারপাতের রেকর্ড। উত্তরাখণ্ডের নৈনিতাল, মুসৌরিতেও দফায় দফায় তুষারপাত হচ্ছে।
Continues below advertisement
Tags :
Delhi ABP Ananda Kashmir North India Snowfall Winter Weather Update ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla