Omicron: দেশে ২ ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে ৩৭, প্রত্যক্ষ সংস্পর্শে করোনা পজিটিভ ৩ জন| Bangla News

Continues below advertisement

দেশে ক্রমশই বাড়াছে ওমিক্রন-উদ্বেগ (Omicron)।  এরইমধ্যে ভারত-সহ বিশ্বের ৩১টি দেশে হদিশ মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের (Omicron Varient)। বেঙ্গালুরুতে ২ জন কোভিডের ওমিক্রন আক্রান্তের হদিশ। তাঁদের সংস্পর্শে আসা আরও চার জন করোনা পজিটিভ (Covid Positive)। রাজস্থানেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের চার জন আক্রান্ত। রাজস্থানের ওই পরিবারের সংস্পর্শে আসা আরও ৫ জন করোনা পজিটিভ। এঁদের ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ২ ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে ৩৭ জন। অপ্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন আরো ৪৪৫ জন। প্রত্যক্ষ সংস্পর্শে করোনা পজিটিভ ৩ জন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram