Dilip Ghosh attacks Mamata Banerjee: পশ্চিমবঙ্গের একটা অসুখ আছে, বিজেপি-বিরোধী জোট নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

Continues below advertisement

২০২৪-এর নির্বাচনকে সামনে রেখে আজ মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন যে এই বৈঠক খুবই ইতিবাচক ও ভাল হয়েছে। মোদি সরকারকে পরাস্ত করতে বিরোধী দলগুলিকে এক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। এই বিষয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "সরকারের বিরুদ্ধে বাকিদের এক হওয়া ৫০ বছর ধরে দেখছি। কংগ্রেস ক্ষমতায় থাকতে বাকিরা লাফালাফি করত। এখন বিজেপি সরকার ক্ষমতায় আছে তাই বিজেপি সরকার-বিরোধী জোট গঠনের চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের একটা অসুখ আছে। এখানকার রাজ্য সরকার যখন বিফল হয়ে যায়, তখন কেন্দ্রে চলে আসে রাজনীতি করতে। জোটের নেতা কে হবেন, অন্যান্য বিষয় কী হবে কিছুই ঠিক নেই। ২০১৯-এও চেষ্টা হয়েছিল। ফল পরিষ্কার। ২০২৪-এও তার ব্যতিক্রম হবে না। ভারতে মোদির বিকল্প তৈরি হতে দেরি আছে। যতদিন মোদি আছেন ততদিন চিন্তা নেই। ওদের কাছে কোনও ইস্যু নেই। তাই পেগাসাসের মতো ইস্যু নিয়ে এসে সংসদ বন্ধ করতে হচ্ছে। পেগাসাস নিয়ে সাধারণ মানুষের কোনও চিন্তা নেই। তারা খাওয়া চিন্তা, চাকরির চিন্তা করছে। তারা ‘খেলা হবে’ শুনতে চায় না। চাকরি হবে শুনতে চায়। মমতা বন্দ্য়োপাধ্যায় উন্নয়নের কোনও কাজ করতে পারছেন না। দুর্নীতি আটকাতে পারছেন না, হিংসা বন্ধ করতে পারছেন না। আইন-শৃঙ্খলার অবস্থা খুব খারাপ। এই ধরনের ইস্যু নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram