Opposition Party Meeting In Delhi: আজ কী নিয়ে আলোচনা হল শরদ পওয়ারের বাসভবনে? জানুন

Continues below advertisement

আজ দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে বিরোধী দলগুলির বৈঠক ছিল। বৈঠক শেষে জানা যায়, শরদ পওয়ার নন, বৈঠক ডেকেছিলেন যশবন্ত সিন্হা। এটা কংগ্রেসকে বয়কট করে বৈঠক, এমন নয়। দেশজুড়ে যে সামাজিক অবস্থা, তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। দেশের অবস্থার উন্নতিকে কী করণীয়, তা নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রেসের ৫ সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশের বাইরে, কিন্তু দেশের জন্য কিছু করতে চান, এমন সবাইকে একজোট হতে হবে। পেট্রোলের দাম নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে একজোট করার চেষ্টা চালানো হবে। পরের বৈঠকে সবাইকে একসঙ্গে আনার চেষ্টা করা হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram