Oxygen Crisis: দিল্লি-কর্ণাটককে অক্সিজেন জোগান দেওয়া নিয়ে কেন্দ্রকে কড়া দাওয়াই সুপ্রিম কোর্টের
Continues below advertisement
দিল্লিকে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতে হবে কেন্দ্রকে। "এর আগে যা নির্দেশ দেওয়া হয়েছে, তা একদিনের জন্য নয়। এমন পরিস্থিতি যেন কেন্দ্র তৈরি না করে, যাতে কড়া হতে হয়।" নির্দেশ বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের (Supreme Court)। কর্ণাটককে ১২০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছিল কর্ণাটক হাইকোর্ট। নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে কেন্দ্র। সেই আবেদনও গ্রহণ করেনি সর্বোচ্চ আদালত।
Continues below advertisement
Tags :
Corona Vaccine Coronavirus Coronavirus India Updates Supreme Court Coronavirus India Coronavirus In India Corona Cases In India Coronavirus News Maharashtra Coronavirus Corona Update Coronavirus Death Coronavirus LIVe Updates Oxford Vaccine Corona Death In India Coronavirus India Live Delhi Coronavirus Corona Symptoms Covid-19 Cases Coronavirus India Highlights COVID-19 Cases Today Oxygen Shortage Coronavirus News India Live Delhi Oxygen