India-Pakistan News: DRDO-র মুকুটে জুড়ল নতুন পালক | প্রত্যাঘাত জল্পনার মধ্যেই এয়ারশিপের সফল উৎক্ষেপণ
ABP Ananda LIVE: ভারতের হাতে এবার রুশ ক্ষেপণাস্ত্র ইগলা এস। নিমেষে ধ্বংস করতে পারে বিমান, হেলিকপ্টার ও ড্রোণ। কয়েক সপ্তাহ খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। পাশাপাশি, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র মুকুটে জুড়ল নতুন পালক। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের পরীক্ষামূলক উড়ান সফল মধ্যপ্রদেশের শেওপুরে।
আরও খবর...
হাওড়ার বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন এ বছর মাধ্যমিক পাস করে। গতকাল গভীর রাতে আমতা-জয়পুর রোডে তেঁতুলমুড়ি সেতুর কাছে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বাইকে চড়ে জয়পুরে মেলায় গেছিলেন বছর ৩০-এর বিকাশ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ১৭ বছরের দুই কিশোর। ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। কারও মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।