Pariksha Pe Charcha 2021: 'সব বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে', পরামর্শ প্রধানমন্ত্রীর
পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তাঁর বার্তা, "শুধু পরীক্ষা নয়, আরও কিছু বিষয়ে আলোচনা।" পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। ভার্চুয়ালি কথা বলেন নরেন্দ্র মোদি। তাঁদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, "প্রথমবার পরীক্ষা দিচ্ছ না, ভয় কেন? তোমাদের মনে অহেতুক ভয়। এটাই শেষ পরীক্ষা নয়। ভয় না পেয়ে চাপমুক্ত জীবন কাটাও। কাজের চাপে বাবা-মায়েদের সন্তানদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। পরীক্ষাকে জীবন-মরণ ভাবে অনেকে। কিন্তু জীবন অনেক দীর্ঘ। পছন্দ-অপছন্দ মানুষের স্বভাব। সব বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে। কঠিন বিষয় আগে পড়ো। সফল ব্যক্তি সব বিষয়ে পারদর্শী হন না।" লতা মঙ্গেশকরের উদাহরণ টেনে বললেন মোদি।" তিনি আরও বলেন, "সিলেবাসের বাইরের বিষয় নিয়ে আলোচনা। পড়ুয়াদের সঙ্গে আলোচনা করুন শিক্ষকরা। এতে লাভবান হবে পড়ুয়ারা। কঠিন বিষয়ের মোকাবিলা করলেই সাফল্য।"