Parliament: বাদল অধিবেশনে ‘বিশৃঙ্খলা’, শীতকালীন অধিবেশনে শাস্তি | Bangla News

Continues below advertisement

বাদল অধিবেশনে বিশৃঙ্খলা তৈরির জন্য শীতকালীন অধিবেশনে সাসপেন্ড রাজ্যসভার ১২জন সাংসদ। দোলা সেন, শান্তা ছেত্রী-সহ ১২ জন রাজ্যসভার সাংসদ সাসপেন্ড। কংগ্রেসের ৬ জন সাংসদ, সিপিএমের একজন সাংসদ সাসপেন্ড। গোটা অধিবেশনের জন্য শিবসেনার ২ জন সাংসদ সাসপেন্ড।

এই নিয়ে দোলা সেন (Dola Sen) বলেন, "মোদির নেতৃত্বে বিজেপির (BJP) যে সরকার চলছে, সেখানে কোনও আইনকানুন, সংবিধান, গণতন্ত্র কিছুই নেই। হিটলারশাহি, তুঘলকশাহি ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। গত অধিবেশনের শাস্তি এখনকার অধিবেশনে দেওয়া হচ্ছে। স্বাধীনতার পর এরকম ঘটনা ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৈনিক হিসেবে আমরা মানুষের আওয়াজ তোলার চেষ্টা করেছি।"

এই নিয়ে অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, "বিজেপিকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। ভারতে সবথেকে বেশি উশৃঙ্খল বিজেপি। কৃষি আইনের বিরোধিতা করে সাসপেন্ড হয়েছি। কৃষি আইনের অপ্রয়োজনীয়তা মোদিও মেনে নিয়েছেন। সেদিন আমাদের কথা মানলে কৃষি আইন নিয়ে সাসপেন্ড হতাম না। পেগাসাস নিয়ে কথা বলায় সাসপেন্ড হলাম। সুপ্রিম কোর্টও তো এর বিরোধিতা করেছে। কৃষি আইন ও পেগাসাস যে দুটি ইস্যুতে কংগ্রেস এবং তৃণমূল সাংসদদের সাসপেন্ড করা হল আমি শুধু প্রতিবাদ জানাচ্ছি না, নিন্দা করছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram